এম এ রাহাত, উখিয়া:
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা ১১ জনে পৌছেছে। তারমধ্যে, ৮ নং ক্যাম্পের ডব্লিউ তে ৫ জন, ৮ নং এর ইস্ট এ ১ জন এবং ৯ নং ক্যাম্পে ৫ জন। একজন মেয়ে শিশু কক্সবাজার হাসপাতালে আছে। এ ঘটনায় আহত হয়েছে সাড়ে ৫’শ। নিখোঁজ রয়েছে ৪ শতের অধিক।
এছাড়াও ৩’শর অধিক স্থানীয় বাসিন্দা ক্ষতিগ্রস্থ হয়েছে।
আমুমানিক ১৪ বছরের একটা মেয়ে মৃত অবস্থায় বাথরুমে পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পেই তার জানাজা পড়ে দাফন সম্পন্ন হয়েছে।
নয় হাজার ৩’শ পরিবারের আনুমানিক ৪৫ হাজার লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। পুড়ে গেছে এনজিও সেবা সংস্থার ১৩৬ টি লার্নিং সেন্টার। আগুনে পুড়ে যাওয়া ক্যাম্পগুলো থেকে ৩৮’শ পরিবার নিরাপদ স্থানে সরে গেছে।
ক্ষতিগ্রস্থদের জন্য ৮’শ তাবু দিয়ে শেল্টার করা হচ্ছে এবং তাদের জন্য টাকা ও চালের ব্যবস্থা করা হয়েছে। আগুনে সবকিছু ভস্মিভুত হওয়ায় পানির সংকট দেখা দিয়েছে ক্যাম্পে। তাই পানির ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসিন।
তিনি আরো জানান, স্থানীয় জনগোষ্ঠীর জন্য টাকা ও চাল তালিকা করে এদের জন্য বরাদ্দ করা হবে। স্থানীয় যাদের ঘর পুড়ে গেছেতাদের জন্য তাবু নই তাদের তালিকা করে ঘর দেয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ স্থানীয়দের তালিকার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে আজ মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডে ভস্মিভুত ঘটনাস্থল পরিদর্শন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন।