ইমরান আল মাহমুদ,উখিয়া:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে উখিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (৫ এপ্রিল) সারাদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ ও উপজেলা সহকারী কমিশনার(ভুুমি) আমিমুল এহসান খাঁনের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এসময় উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে লকডাউন অমান্য করে যানবাহন চলাচল, দোকানপাট খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলায় ১লাখ ২০হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩০টি মামলায় ১লাখ ২০হাজার ১শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণ ও ব্যবসায়ীদের লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খাঁন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।